
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে ছবি দিয়ে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগে রুপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নূরে আলম।
শনিবার (৩০ আগস্ট) রাতে সাংবাদিক নূরে আলম নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে "রূপগঞ্জের দুর্নীতির খবর "নামক ভুয়া ফেসবুক আইডির অজ্ঞাত মালিক কে অভিযুক্ত করা হয়।
সাংবাদিক নূরে আলম রূপগঞ্জের মঙ্গলখালী এলাকার শাহজাহান হোসেনের ছেলে। তিনি দৈনিক জনকন্ঠ ও দৈনিক বাংলাদেশ পোস্টের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বে রয়েছেন ।
জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগকারী তার ব্যাক্তিগত ফেসবুক আইডি ঔড়ঁৎহধষরংঃ গফ ঘঁৎধষধস নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর লেখা সহ বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে।
উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক নূরে আলম বলেন, রূপগঞ্জের দুর্নীতির খবর নামক ফেক ফেসবুক আইডি হইতে আমার নামে বিভিন্ন মানহানিকর লেখালেখি অপপ্রচার চালাইয়া আমার মান মর্যাদা ক্ষুন্ন করিতেছে।
আমি বিভিন্নভাবে চেষ্টা করিয়া উক্ত অপপ্রচারকারী অজ্ঞাতানামা ব্যক্তির ফেক ফেসবুক আইডির পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হয়েছি। এই ভুয়া আইডির কারণে ব্যক্তিগতভাবে মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছি।
তিনি বলেন, জিডি-র মাধ্যমে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে এই সাইবার অপরাধের বিষয়ে অবগত করছেন। যাতে তারা এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এর ফলে ওই ভুয়া আইডিটি দ্রুত বন্ধ করা সম্ভব হবে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য পাঠানো হয়েছে।