
বন্দরে আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১১। রোববার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এডিশনাল এএসপি আল মাসুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদামের ম্যানেজার কাউসারকে বিস্ফোরক আইন ১৮৮৪ মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া আগামী ২ দিনের মধ্যে সংরক্ষিত মালামাল স্থানান্তরের নির্দেশ দেন।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, উল্লেখিত অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে কোনো বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই প্রায় ১২ হাজার কেজি এলপিজি গ্যাস মজুদ রাখা হয়েছিল। পাশাপাশি আবাসিক এলাকায় অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে স্থাপন ও অতিরিক্ত ওভারলোড সংরক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কার্যকলাপ চালানো হচ্ছিল।
র্যাব জানায়, গুদামের মালিককে পাওয়া না গেলেও ম্যানেজারকে আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।