
নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ৫টি আসনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে চাই।
আমি নারায়ণগঞ্জে জেলার ৫টি আসনে কাজ করছি, সব জায়গায় গিয়ে কাজ করছি বিএনপি মনোনীত প্রার্থীকে যাতে ভোটে নির্বাচিত করা যায়। এই দায়ীত্ববোধ আমি আমার নিজের থেকে নিয়েছি।
সোমবার (৩০ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমার প্রতি বিএনপি অনেক অবদান রেখেছে, বিএনপি আমাকে অনেক কিছু করেছে, এখন এর প্রতিদান দিতে হবে কৃতজ্ঞাতাবোধ থেকে। বিএনপির কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, কাজেই ৫টি আসনের জন্যই আমাকে কাজ করতে হবে।
আমার ব্যাক্তিগতর জন্য না, ৫টি আসনের জন্য, দল ৫টি আসনে নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরে এই ৫জনকেই নির্বাচিত করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
গিয়াসউদ্দিন বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ এই ৫টি নির্বাচনি এলাকায় কারো আত্মীয় আছে, কারো বন্ধু আছে, অনেকের সাথে পরিচয় আছে আপনারা যেখানেই যাবেন সেখানে গিয়ে ঐ এলাকায় বিএনপির যে মনোনীত প্রার্থী হবে তাকে যেন জনগণ ভোট দেয় তার জন্য ভোট চাইবেন।
এখন থেকেই জনগণের কাছে ভোট চাইতে হবে, জনগণের পাশে গিয়ে সুখ, দুঃখের সাথী হতে হবে, আগামীতে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করাতে হবে। এই দায়ীত্ব যেমন আমি নিয়েছি, আপনারাও এই দায়ীত্ব নিবেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলাম, ডি,এইচ,বাবুল, জি,এম,সাদরিল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সভাপতি টি,এইচ,তোফা, সালাউদ্দিন, আব্দুল হাই রিংকু, শহিদুল ইসলাম ভূইয়া ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমূখ।