
সাহিত্য রিপোর্টাস ক্লাব নারায়ণগঞ্জ ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটি ৩০ জুন সোমবার, বেলা ৩টায় চাষাড়াস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
৭ সদস্য কমিটির সংগঠনের সভাপতি নির্বাচিত হন এ এস এম এনামুল হক প্রিন্স, সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ডালিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ শিশির, সাহিত্য সম্পাদক মৃত্যুঞ্জয় দত্ত, তথ্য, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মামুন হোসেন ও কার্যকরী সদস্য মাহাবুব আল ইসলাম সাদমান।
উল্লেখ্য ব্যালটের মাধ্যমে আস্থা ভোটে প্রার্থীদের নির্বাচিত করা হয়। ২০২২ সালে সংগঠনের প্রতিষ্ঠার পর এবার ২০২৫ সালে ২য় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।