নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

রূপগঞ্জে কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান ও দোয়া   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৪, ৩০ আগস্ট ২০২৫

রূপগঞ্জে কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান ও দোয়া   

রূপগঞ্জে দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যে হাফেজ মোহাম্মদ লাবিব হাসান নামে এক কোরআনের হাফেজকে সংবর্ধনা, দোয়া ও সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলার পিতলগঞ্জ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূঁইয়ার (ঝিনু) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, পরিচালক মুফতি মাওলানা ইয়াকুব আলী আল কাদরী, হাফেজ আল আমিন, কারী মারুফ বিল্লাহ প্রমুখ।

এসময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ২০২২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন হাফেজ হয়েছেন। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সবার সুদৃষ্টি কামনা করেন তিনি।
 

সম্পর্কিত বিষয়: