মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে নাটকীয় মোড় নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি। একদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে, অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এসব পদক্ষেপ নেওয়া হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সেন্টু ও রিয়াদ পুনরায় দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন।
এদিকে একই সময়ে গিয়াস উদ্দিন ও শাহ আলমের বহিষ্কারের ঘটনায় জেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
নেতাকর্মীদের একাংশের মন্তব্য, সাম্প্রতিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে এক ধরনের পুনর্বিন্যাস স্পষ্ট হয়েছে।
তাদের ভাষায়, “নারায়ণগঞ্জের রাজনীতিতে গিয়াস উদ্দিন ও শাহ আলম এখন ‘আউট’, আর সেন্টু ও রিয়াদ ‘ইন’।” এই পরিবর্তন ভবিষ্যতে জেলা ও থানা পর্যায়ের সাংগঠনিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।


































