ফতুল্লার চরকাশিপুর থেকে আরাফ রহমান আপেল (২২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে চরকাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
আরাফ রহমান আপেল চরকাশিপুর এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
থানা পুলিশ জানায়, আরাফ রহমান আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী মামলা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রয়েছে। মামলাগুলোর ৪৯(৫)২৫ মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলা নম্বর ১৫(৩)২৫ এবং বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এছাড়াও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, জুট সেক্টর দখল, ইট ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,স্বেচ্ছাসেবকলীগ নেতা আরাফ রহমান আপেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে—একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে।
তিনি উভয় মামলার এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


































