বন্দরের শাহী মসজিদস্থ ঠাকুর বাড়ি এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শাহজালাল আহমেদ শান্ত ও তার স্ত্রী বিলকিস বেগমের মাদক ও নারী দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
নিজেকে টিভি মেকার পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় এসব ব্যবসা রমরমা করে তুলেছে। তার বিরুদ্ধে বন্দর,নারায়ণগঞ্জ ও সুদূর চট্রগ্রামসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে।
এলাকার কতিপয় মাদকসেবীকে ম্যানেজ করে শান্ত’র ব্যবসা চালু থাকায় কেউ প্রতিবাদের সাহস পায়না। যারা প্রতিবাদ করে তাদেরকে মারধরসহ প্রতিনিয়তই লাঞ্চিত করে থাকে।
শাহজালাল শান্ত বিগত ৬বছর আগে সুদূর চট্রগ্রাম বর্ডারে বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৩মাস জেল খেটে জামিনে বের হয়ে আসে।
এছাড়া নারায়ণগঞ্জ শহরের বরফকল,বন্দরের সিএসডি গেইট এলাকাও মাদক নিয়ে ধরা পড়ে। শাহজালাল শান্ত’র দম্পতির মাদক ব্যবসা বিনা বাধায় পরিচালিত হওয়ায় এলাকার তরুন ও যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।
এ কারণে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকার সচেতন মহল শান্তিপূর্ণ জীবন যাপনের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও বন্দর থানা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।


































