আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রী বাজারসংলগ্ন এলাকায় টেন স্টার বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারিটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় বেকারির মালিক আবুল কালাম (৪৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং খাদ্যপণ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।


































