দশ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের প্রার্থী আব্দুল্লাহ আল-আলামিন বলেছেন,গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষ কে হেভিওয়েট বা কার অতীত পরিচয় কী, তা দিয়ে রাজনীতি বিচার করবে না। মানুষ দেখবে কে কাজ করছে,কে পাশে আছে এবং কে মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সার্ভ করছে।
সোমবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ভোটাররা খুবই উৎফুল্ল ভোট দেয়ার জন্য। কারণ গত ১৬-১৭ বছর ভোট দেয়ার কোন পরিবেশ ছিলনা। ভোট দেয়ার পরিবেশ তৈরী হওয়ায় ভোটাররা খুবই উৎফুল্ল। একই সাথে ভোটারদের মধ্যে শংকা আছে।
বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ সন্ত্রাসের কবলে জর্জড়িত একটি আসন ছিল। ভোটাররা দেখছে অতীতের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাং একত্রিত হচ্ছে। এমন কি চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন প্রার্থীর সাথে একত্রিত হচ্ছে।এ জন্য মানুষের মধ্যে আশংকা রয়েছে যে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারব কিনা।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে কে মানুষের জন্য কাজ করবে, কে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে, সেটাই এখন মূল বিষয়।” তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় আল আমিন কালো টাকাও পেশী শক্তির ব্যাবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটসহ অন্যান্য প্রার্থীদের প্রসঙ্গ টেনে বলেন, শুধু মুখে সন্ত্রাস ও কালো টাকার বিরোধিতা করলে হবে না,কাজে তার প্রমাণ দিতে হবে। বাস্তবে দেখা যাচ্ছে, কিছু প্রার্থীর আশেপাশে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদারদের দোসর ও সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে, যা জনগণ আর দেখতে চায় না।


































