ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নানা নাটকীয়তার পর বিএনপির চুড়ান্ত দলীয় মনোনয়ন পেলেন তিনবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন। তবে শুরু থেকে এই আসনে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র মনোনিত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আহমেদুর রহমান তনু।
তিনি এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক। বৃহম্পতিবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জেলা রিটার্নিং কার্যালয় থেকে।
এদিকে বিএনপি ও এনসিপির এই দুই প্রার্থী নির্বাচনী মাঠে ভিন্ন এক আলোচনার জন্ম দিয়েছেন। আর তা হলো আবুল কালাম ও আহমেদুর রহমান তনু সম্পর্কে জামাই-শ্বশুড়। আবুল কালামের একমাত্র মেয়ে এডভোকেট বাঁধনের স্বামী হচ্ছে আহমেদুর রহমান তনু।
ফলে নির্বাচনী মাঠে জামাই-শ্বশুড় মুখোমুখি হচ্ছে। শেষ পর্যন্ত দুই প্রার্থী মাঠে থাকলে ভোটের লড়াই দেখা যাবে জামাই-শ্বশুড়ের মধ্যে। সেখানে বাঁধনের ভোট পিতা না স্বামী, কে পাবে? এ নিয়েও আলোচনা নির্বাচনী মাঠে।


































