নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬

বন্দর থানার ওসি’র সাথে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির স্বাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ১৯ জানুয়ারি ২০২৬

বন্দর থানার ওসি’র সাথে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির স্বাক্ষাৎ

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন এর সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়েছেন দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৯ জানুয়ারী) বেলা ১২টায় বন্দর থানা কমপ্লেক্সে তারা এ স্বাক্ষাতে মিলিত হয়।


সৌজন্য স্বাক্ষাত কালে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের আইন শৃঙ্খলা ও আলোচিত  আলিফা হত্যা মামলার অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয়।


স্বাক্ষাত কালে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আরো বলেন, অপরাধীদের স্থান  কোথাও নেই। আমি আপনাদের সেবা করার জন্য এখানে এসেছি। বন্দরে আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের দমন করার জন্য পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এ ছাড়াও স্কুল ছাত্রী আলিফা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার  করতে সক্ষম হয়েছি। অতি অতি শীগ্রই  এ মামলা চার্জশীট কোর্টে প্রেরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব নূর হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে বন্দরে পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফা হত্যা মামলার আসামিীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ ছাড়াও  সমাজ থেকে মাদক ও সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা কামনা করেন তিনি। 

সৌজন্যে স্বাক্ষাত কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আঃ মালেক, সমাজ সেবক শাহজাহান, আবুল হোসেন, মাহবুবুর রহমান, টুটুল আহমেদ, আলমগীর হোসেন, আশরাফুল আলম হীরা, নিপু আহমেদ, বাবর হোসেন, চঞ্চল হোসেন, ও নিহত শিশু আলিফার মা-বাবা সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 
 

সম্পর্কিত বিষয়: