আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২১ দিন বাকি। এর মধ্যেই বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সচেতন মহলের অভিযোগ প্রশাসনের অনুমোদন ছাড়াই একটি চক্র বন্দর থানা ও ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গঠনের মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় এসব অবৈধ মেলা বসিয়ে প্রতিরাতে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আসছে । এ
র ধারাবাহিকতায় গত মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুরস্থ একশ ফুট রাস্তার মাঝখানে এ অবৈধ মেলা বসানোর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না নিয়ে গত ১ সপ্তাহ ধরে কতিপয় বিএনপি নামধারী নেতা ও ছিচকে সন্ত্রাসীদের নিয়ে অবৈধ মেলা বসিয়ে প্রতিরাতে হাতিয়ে নিচ্ছ হাজার হাজার টাকা।
তারা আরো জানান, প্রশাসনের অনুমোদন ও কোন উপলক্ষ ছাড়াই বন্দরের বিভিন্ন এলাকায় অবৈধ মেলা বসানোর খবর যা শুধু সামাজিক অস্থিরতাই সৃষ্টি করে না, যুব সমাজকেও বিপথে ঠেলে দিচ্ছে ।
এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসনের নজরধারী বৃদ্ধিসহ বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, জনস্বার্থ বিরোধী ও অনুমোদনবিহীন কোনো মেলা চলতে দেওয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


































