নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

ফতুল্লা ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:১৮, ২১ ডিসেম্বর ২০২১

ফতুল্লা ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের হিরিক পরেছে। প্রার্থীকে হুমকী, প্রচারনায় বাঁধা এবং ভোর থেকে গভীররাত পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা নিয়ে মানুষকে অতিষ্ঠ করে তোলাসহ নানা অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এক প্রার্থী নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসীরাও অংশ নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকে ঘিরে ফতুল্লার একাধিক সন্ত্রাসী প্রকাশ্যে এসে নির্বাচনে একাধিক প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবী করেছে ফতুল্লাবাসী।


সূত্রমতে, প্রায় ৩০ বছর পর হতে যাওয়া নির্বাচনী পরিবেশ ঘোলাটে হতে শুরু করেছে।  ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একাধিক মেম্বার প্রার্থী হওয়ায় নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের নানা অভিযোগ উঠেছে।  ভোর থেকে গভীররাত পর্যন্ত মাইকে নির্বাচনী প্রচারনায় অতিষ্ঠ হয়ে পরেছে ফতুল্লা ইউনিয়নের বাসিন্দারা।

 

এছাড়া একাধিক প্রার্থীর পক্ষে তালিকা ভূক্ত সন্ত্রাসীদের অবস্থান নিতে দেখা গেছে। প্রচারনায় অংশ নিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। প্রতিপক্ষ প্রার্থীকে এসব সন্ত্রাসীরা অভিনব কৌশলে হুমকী দেয়ার অভিযোগ উঠেছে।

 

ইতোমধ্যে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সুমন নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

২ ও ৩ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর সাথে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলায় ফতুল্লা পুলিশের তালিকা ভূক্ত আসামীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে।এসব সন্ত্রাসীরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।


অন্যদিকে ৪,৫ও ৬ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী (ক্যামেরা প্রতিক) নিশির বিরুদ্ধে প্রতিপক্ষকে হুমকী এবং নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।ইতিমধ্যেই নিশির হয়ে তার চাচা জুয়েল অপর এক মহিলা মেম্বার প্রার্থীর প্রচারনা কাজে অংশ নেয়া জামাল নামক এক যুবককে মারধর করছে।

 

এমনকি খোদ নিশির বিরুদ্ধেই উঠেছে প্রতিপক্ষ অপর এক মহিলা মেম্বার কে হুমকি প্রদান সহ নির্বাচনি প্রচারনায় বাধা প্রদান করার অভিযোগ।৩ ও ৪ নং ওয়ার্ডে সরকার দলীয় একাধিক নেতা মেম্বার প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারনায় মাঠে রয়েছে।শুধু তাই নয় কোথাও কোথাও সরকার দলীয় নেতাদের প্রভাবে প্রভাবিত হয়ে প্রতিপক্ষ  মেম্বার প্রার্থীদের সাথে থাকা সমর্থকদের হুমকি দেওয়ার ও অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনা নিয়ে যে কোন সময় বড় ধরনের অপ্রীতকর ঘটনার আশঙ্কা করছে ফতুল্লাবাসী।