নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে কবিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২৫, ২৮ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে কবিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে কবিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে কবিতা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।


কবিতা বিষয়ক ভিন্ন ভিন্ন ৩টি পর্বে ৩টি আলোচ্যসূচি ছিল। বিষয়বস্তুর ওপর আলাদা আলাদা নোট দেওয়া হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায় এ কর্মশালার ৩ টি বিষয়বস্তুতে ছিল:কবিতা পরিচয় নিয়ে আলোচনা

 

করেন গোলাম কিবরিয়া পিনু (সভাপতি, কেন্দ্রীয় কমিটি,   বাংলাদেশ প্রগতি লেখক সংঘ), কবিতার ছন্দ বিষয়ক আলোচনা করেন খ্যাতিমান ছন্দের কবি মুজিবুল হক কবীর, কবিতার আন্দোলন বিষয় নিয়ে আলোচনা করেন জাকির হোসেন (সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখা) কর্মশালায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন  জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ এর কালচারাল অফিসার রুনা লায়লা। তিনটি বিষয়বস্তুর ওপর ২৫ জন অংশগ্রহণকারী আলোচনা করেন।

 

এ ছাড়াও অংশগ্রহণকারীদের মধ্য থেকে কয়েকজন কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার অনেক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: