
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (১০মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (৯ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার শাঁসনেরবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মামুন (৩৫) দেউলী চৌরাপাড়া এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুম (৩২) লালখারবাগ এলাকার আমিল উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (৩৬) ও মাহামুদনগর এলাকার মৃত সবুল্লা তালুকদার মিয়ার মেয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুফিয়া বেগম (৪৫) ও তাজপুর এলাকার আলতাব হোসেনের ছেলে সন্দেহভাজন মারুফ হোসেন (২৮)।