
সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার রাত ১০টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধৃর নাম মিথিলা আক্তার (২০)। সে বন্দর উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়।
মিথিলার স্বামী সাব্বির রহমান জানান, সোমবার রাতে তারা কাঁচপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে কাঁচপুর বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত মিথিলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। তার গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলেও তার প্রাণ রক্ষা করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঢাকা মেডিক্যাল চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। এটা শাহবাগ থানায় সুরতহাল হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।