নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৩, ১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং (৪১৮৪) সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর সাবেক প্রধান উপদেষ্টা সভাপতি, মোসলেহ উদ্দিন সেলিম অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো রোডের গ্যারেজ সংলগ্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে মো: বাচ্চু, মো: রাতুল, আমির হামজা, মো: রুবেল, রিনাত, টিপু এ-র আয়োজনে এ অনুষ্ঠানে ট্রাক চালক, হেলপার, বিভিন্ন সংগঠনের  শ্রমিকবৃন্দ সহ এলাকার তরুণ যুবক ও স্থানীয় গান্যমান্য ব্যাক্তিবর্গ মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন।

এসময় মোসলেহ উদ্দিন সেলিম এলাকাবাসীর সকলের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা সকলে মিলেমিশে কাধে কাধ রেখে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত সুন্দর একটি সমাজ গড়ার লক্ষে কাজ করবো।