নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

জাসাস নেতা মুকুলের মায়ের মৃত্যুতে সানি’র শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ৩১ জানুয়ারি ২০২৬

জাসাস নেতা মুকুলের মায়ের মৃত্যুতে সানি’র শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন সমন্বয় কমিটির অর্ডিনেটর হারুন অর রশিদ খান মুকুল ও নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. রেজাউল করিম খান রেজা এর মাতা বেগম রেহানা আরশাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ জানুয়ারি) তিনি আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৬ ছেলে, ৬ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।  বাদ আসর ডন চেম্বার মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়েছে।

বেগম রেহানা আরশাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

আনিসুল ইসলাম সানি বলেন, তিনি সৎ ও সজ্জন মানুষ হিসেবে নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আনিসুল ইসলাম সানি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যেন তিনি মরহুমা বেগম রেহানা আরশাদকে জান্নাত নসীব করেন।
 

সম্পর্কিত বিষয়: