মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষিয়ান নারী নেত্রী শাহানা খানম চৌধুরী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনারগাঁয়ে বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এটিএম কামালের ফুপা বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, আজগর আলী, করিম মেম্বার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, বিএনপি নেতা সেলিম হোসেন দিপু, অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়া লিটন, শিক্ষক ইসমাইল মিয়া, বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, অধ্যাপক কবির মৃধা সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী জড়িত ছিলেন, পরবর্তিতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি, বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি, লায়োনেস ক্নাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, মহিলা ক্রীড়া সংস্থা, বারদি ইউনিয়ন পরিষদ মেম্বার, মিশনপাড়া পঞ্চায়েতের সাথে জড়িত ছিলেন।
শাহানা খানম চৌধুরী বারদী রিবর গার্লস স্কুলের শিক্ষিকা হিসেবে তার কর্মময় জীবন শুরু করেন। এই স্কুলে তিনি দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেন।
উল্লেখ্য, সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৪টায় শহরের মিশনপাড়াস্থ নিজ বাসভবনে (সোনারগাঁ ভবন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিশনপাড়া জামে মসজিদে সেদিন বাদ এশা মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


































