নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

প্রায়ত হানিফ কবীরের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৪, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রায়ত হানিফ কবীরের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি প্রায়ত মো. হানিফ কবীর স্মরণে আলোচনা ও ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৭ ডিসেম্বর) বাদ আছর শহরের মিশনপাড়ায় আবু জাফর আহমেদ বাবুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ  দোয়া মাহফিল অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন’র সঞ্চালনায় বিএনপির প্রবীর নেতা মো. হানিফ কবীর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে কেন্দ্রীয় ভাবে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া তিনবারের সাবেক সফল সংসদ সদস্য এড. আবুল কালাম। 

স্মরণসভায় এ সময় বক্তারা বলেন, মরহুম মো. হানিফ কবীর আমাদের একজন অভিভাবক ছিলেন। উনি সবসময় আমাদের দিকনির্দেশনা দিতেন, আমরা সেই মোতাবেক কাজকর্ম করতাম। উনার জীবনে কখনো চাঁদাবাজি করেননি। খুব স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আজকে তাহাকে আমরা বুক ভরে স্মরণ করছি, তাহার মতো একজন নেতা এখন আমাদের প্রয়োজন ছিল।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রব মাদবর, মহানগর বিএনপি সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ মহসিন প্রদান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মো. হানিফ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর, দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বন্দর থানা জাসাস সভাপতি আব্দুর রব মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান সহ প্রমুখ।

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনায় দোয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মিশনপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাসুদুর রহমান জামিল।