
দৈনিক সমকালের সিদ্ধিরগজ্ঞ প্রতিনিধি এবং সিদ্ধিরগজ্ঞ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান জনির মমতাময়ী "মা" রিজিয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
রবিবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি রাজধানীর মুগদা সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সিদ্ধিরগজ্ঞ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের সকলের পক্ষে সভাপতি নজরুল ইসলাম বাবুল।
তিনি বলেন, আপনাদের সকলের কাছে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করছি।