নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বন্দরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুকুলের মা আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুকুলের মা আর নেই

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুলের মা মাজেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-----------------রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর)  রাত ১১টায় ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  দীর্ঘ ২ মাস যাবত তিনি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ নাতি-নাতনি ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার (২৯ সেপ্টম্বর) বাদ জুমা বন্দর থানার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব এড. আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এম এ রশিদ, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবুল আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু, শিল্পপতি জামাল হোসেন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামীলীগ, বিএনপি ও জাতিীয়পার্টিসহ এলাকার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজায় ইমামতী করেন, হাজী জালাল উদ্দিন আহাম্মেদের বংশের মাওলানা আমিনুল হক রিপন। জানাজায় প্রচুর লোকের সমগম ঘটে । 
 

সম্পর্কিত বিষয়: