
বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর মা মরহুমা ফজিলতুন নেসা বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) বন্দর কবরস্থান রোডস্থ মরহুমার বাসভবনে এ উপলক্ষে বিশেষ দোয়া শেষে বিকেলে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বন্দরে ২২ নং ও ২৩ ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমার আত্মীয় স্বজনরা।
মিলাদ ও দোয়া শেষে গরীব ও অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার পরিবেশন করা পর বিকেলে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করা হয়।