নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ মে ২০২৫

বন্দরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০৫, ৩ ডিসেম্বর ২০২২

বন্দরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালী

 বন্দরে ২০নং ওয়ার্ড ব্রাজিল সমর্থক গোষ্ঠির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে শতশত সমর্থকদের নিয়ে ওই আনন্দ র‌্যালীটি বের হয়।

 

র‌্যালীতে অংশ গ্রহনরত ব্রাজিলের সমর্থকরা  রং বেরং এর ব্রাজিল  খেলোয়ারদের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ডসহ, ঢাকঢোল, বাঁশি বাজনা নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।

 

আনন্দ র‌্যালী সার্বিক সহযোগিতায় ছিলেন সাফাত, সাউরি, রাহেল, নিলয়, রিফাত, সাগর, সানজু, রাবু, মাহিম, আপন, রনী, নাদিম, আরাফাত ও নয়ন প্রমুখ। র‌্যালীটি বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এসে আনন্দ র‌্যালী সমাপ্ত করা হয়।  
 

সম্পর্কিত বিষয়: