নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লায় আহবান ব্লাড ডোনারের চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় আহবান ব্লাড ডোনারের চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়

ফতুল্লায় আহবান ব্লাড ডোনার সংগঠনের উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার সস্তাপুর মাজার সংলগ্ন মাঠে এ কর্মসূচী পালন করা হয়।

 

এসময় ৬ শতাধীক নারী পুরুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। এদের মধ্যে সেচ্ছায় ৪শ জন নারী পুরুষ যেকোন রোগীকে রক্ত দিতে অঙ্গীকার করেছেন।


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি মেহেবুবুল হক তালুকদার টগর বলেছেন,সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে তরুনরা বিপদগামী হবেনা,মাদকাসক্ত হবেনা।

 

সমাজে কোন উশৃঙ্খল বখাটে তরুন থাকবেনা। সমাজটা শান্তিশৃঙ্খলায় থাকবে। একজন মাদকাসক্ত শুধু তার পরিবারকে অশান্তিতে রাখেনা। পুরো সমাজটা অশান্তিতে রাখে। সকল তরুনের কাছে অনুরোধ থাকবে সুষ্ঠ সমাজ গড়তে সামাজিক সংগঠন বাড়াও।


এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল হাশেম কাজল,ফারুক আহমেদ,সাংবাদিক আলামিন প্রধান,মাওলানা উজিউল্লাহ,সোহাগ মিয়া,উজ্জল প্রমুখ। অপু, মানিক, মাহফুজসহ আহবান ব্লাড ডোনারে সকল সদস্যদের সহযোগিতায় এ কর্মসূচী সফল ভাবে পালন করা হয়।
 

সম্পর্কিত বিষয়: