নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

মান্নানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোনারগাঁয়ে শ্রমিকদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ১৮ মে ২০২৩

মান্নানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোনারগাঁয়ে শ্রমিকদলের বিক্ষোভ

সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের  নিঃশর্ত মুক্তির দাবিতে সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৮ মে) বিকেল চারটায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে  এ বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।


এসময়ে বিক্ষোভ মিছিল থেকে সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা কারাবন্দি কারাবন্দি সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন।


এসময়ে সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।