নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ১৬ জুলাই ২০২৩

সিদ্ধিরগঞ্জে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভীন খানমের নেতৃত্বে রোববার (১৬ জুলাই) দুপুরে গোদনাইল ইউনিয়নের উত্তর শান্তিনগর খালপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 


এসময় প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পাঁচশ বাড়ির দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার। 


এছাড়া অনুমোদনের বাইরে অবৈধভাবে অতিরিক্ত চূলা ব্যবহারের অপরাধে চার গ্রাহককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। 


তিতাসের জোবিও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান বলেন, এর আগে এই অবৈধ সংযোগগুলো দুইবার বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালী ও দালালচক্রের ছত্রছায়ায় তৃতীয়বার সংযোগ স্থাপন করা হয়।

 

বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো পুনরায় বিচ্ছিন্নসহ সীলগালা করে দেয়া হয়। অবৈধ সংযোগ প্রদানকারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিতাসের এই কর্মকর্তা।