নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকার ৩০০ বস্তা চাল ও ৭ কার্টুন সয়াবিন তেল লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৮, ১০ আগস্ট ২০২৩

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকার ৩০০ বস্তা চাল ও ৭ কার্টুন সয়াবিন তেল লুট

সিদ্ধিরগঞ্জে দোকানের তালা ভেঙ্গে ৩০০ বস্তা চাল ও  ৭ কার্টুন সয়াবিন তেল লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ফিরোজ মার্কেটে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বৃহস্পতিবার রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটে।

 

বিষয়টি জানাজানি হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে কিছুদিন পরপরই রাতের বেলা চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ নিয়মিত টহল দিলে চুরি, ছিনতাই, ডাকাতির মত ঘটনা কমে আসতো। 


এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জিতু মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ   দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,  ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। 


বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা। দোকানে মওজুদকৃত মালামালের মধ্যে ৩০০ বস্তা  চাল ও ৭ কার্টুন সয়াবিন তেল নেই। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা । 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে।