নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

সোনারগাঁয়ে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৪, ১২ আগস্ট ২০২৩

সোনারগাঁয়ে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁয়ে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শতশত গ্রামবাসী। শনিবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার হাড়িয়া চক্রবর্তীপাড়া এলাকায় আমান সিমেন্ট কোম্পানির প্রধান ফটকের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী।


বিক্ষোভের কারণে মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দ বাজার সড়কে দীর্ঘ ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


এসময় গ্রামবাসীরা বলেন, আমান সিমেন্ট কোম্পানির অতিরিক্ত শব্দ দূষণের ফলে শিশু, শিক্ষার্থী ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। অনেক শিশু শব্দ দূষনের ফলে কানে কম শোনেন। অতিরিক্ত বায়ু দূষণের ফলে শ্বাস নেওয়া যায়না।

 

শক্তিশালী মেশিনের ভূকম্পনের কারণে মনে যেকোনো সময় আমাদের বাড়িঘর ধ্বসে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আমরা বাচঁতে চাই। 


এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকটি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না গ্রামবাসী।