নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

আড়াইহাজারে সাংবাদিকের বাড়ির উঠোনে নাইট কুইনের সৌরভ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে সাংবাদিকের বাড়ির উঠোনে নাইট কুইনের সৌরভ  

নারায়নগঞ্জের আড়াইহাজারে সাংবাদিকের বাড়ির উঠোনে নাইট কুইন ফুল সৌরভ ছড়াচ্ছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জাংগালিয়া গ্রামের বাসিন্দা ও আড়াইহাজার টাইমস অনলাইন পোর্টালের সম্পাদক মো. নজরুল ইসলামের বাড়িতে টবে রোপন করা নাইটকুইন গাছে ১ টি ফুল ফুটেছে।


রাতের রাণী নাইট কুইন ফুল ফোটার খবরটি অল্প সময়ের মধ্যে জানাজানি হলে প্রতিবেশীরা এক নজর দেখার জন্য সাংবাদিকের বাড়িতে যান এবং ফুল ফোটার দৃশ্য দেখেন।  

 

ফুলপ্রেমী সৌখিন ওই সাংবাদিক বাড়ির উঠানে টবে নাইট কুইন ফুল ছাড়াও গোলাপ, সন্ধ্যামালতী, রেইন লিলি, এডিনাম, মাধবী লতাসহ বিভিন্ন প্রজাতির ফুল ও ১২ প্রজাতির দেশী ফলের গাছ রয়েছে। 


এ ছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে সবজির বাগানও করেছেন। তিনি নিয়মিত সকাল-বিকেল টবে লাগানো নাইট কুইনসহ অন্যান্য ফুল ও ফলের গাছগুলোর পরিচর্যা করেন।


তার স্ত্রী গৃহিনী বিউটি ইসলাম  সময় পেলেই বাড়িতে লাগানো ফুল ও ফলের গাছগুলোর পরিচর্যা করে থাকেন।