
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বন্দরে কেক কাটা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ২২নং ওয়ার্ডের বন্দর জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মানুষের আস্থার প্রতিদান দিতে জানে। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের মানুষ ভালো থেকেছে। বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিবাচক একটি দেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। আগামী নির্বাচনে পূনরায় আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দারের সঞ্চালনায় জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা যুবলীগ নেতা শেখ মুমিন, মোঃ মাসুম আহমেদ, লাভলু প্রধান, উজ্জল হোসাইন, জিয়াবুর রহমান, বাপ্পী পাঠান, আজিজুল হক আজিজ, উজ্জল, সুকমল, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, মোহসীন,পাভেল, টিটু, পারভেজ, মাসুদ, আল আমিন, রাসেল, রকিব, নাছির, ছাত্রলীগ নেতা অনিক, প্রমূখ।
পরে মিলাদ মাহফিলে জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।