নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

আড়াইহাজারে সাবেক ইউপি সদস্যকে বেঁধে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫১, ৯ নভেম্বর ২০২৩

আড়াইহাজারে সাবেক ইউপি সদস্যকে বেঁধে দুই বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে বেঁধে রেখে তার বাড়িতে ডাকাতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়ায়। ডাকাতদল প্রথমে  সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর বাড়ি ও পরে তাঁর ভাই জয়নালের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ২টার দিকে ১০-১৫ জন ডাকাত দরজা ভেঙে মোহাম্মদ আলীর ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে তাঁকে বেঁধে ফেলে। পরে ভয় দেখিয়ে ঘরের শোকেস ও আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও ১৬ ভরি রুপা লুট করে।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বৃহস্পতিবার বলেন, ডাকাত দলের সদস্যদের কেউ হাফপ্যান্ট, কেউ লুঙ্গি পরে ছিল। তবে সবার মুখেই ছিল কালো মুখোশ। হাতে ছিল দেশীয়ভাবে তৈরি ছোরা, রাম দা ও টেঁটা। তাঁর ঘরে ডাকাতির পর ডাকাতরা হানা দেয় ভাই জয়নালের বাড়িতে। সেখান থেকে একই কায়দায় নগদ ৮১ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে চলে যায়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতিতে জড়িতদের আটকে চেষ্টা চলছে।