
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (২২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল দুই নাম্বার ঢাকেশ^রী থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ শুরু হবে। এই শান্তি মিছিল ও শান্তি সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
মঙ্গলবার (২১ নভেম্বর) ৬নং ওয়ার্ড কাউন্সির অফিসে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা করেন তিনি। প্রস্তুতি সভায় মতিউর রহমান মতি বুধবারের শান্তি সমাবেশ সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকরা সর্বাত্মকভাবে মিছিলে অংশ নিবেন বলে হাত তুলে সম্মতি দেন।
সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাস্টার জানান, মতি ভাইয়ের নেতৃত্বে বিশাল এক বর্নাঢ্য মিছিল যুক্ত হবে শান্তি মিছিলে। এই জন্য মতি ভাইয়ের নির্দেশে আমরা ৬নং ওয়ার্ডে ব্যাপকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।
কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, আমরা শামীম ওসমানের রাজনীতি করি। আমাদের নেতা বুধবার শান্তি মিছিলের নেতৃত্ব দিবেন। তাই ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। ৭ হাজার সাদা ক্যাপ, ১৫০০ গোল টুপি, ককসিট দিয়ে ৫০০ নৌকা, কয়েক হাজার ছোট আকারের জাতীয় ও দলীয় পতাকা বানানো হয়েছে। এছাড়া রংবেরংয়ে ফেস্টুন ও ব্যানার করা হয়েছে। ৫টি গাড়িতে সাউন্ড বক্স দেয়া হবে। দুই সেট মাইকও রাখা হয়েছে। মোটকথা আমার ৬নং ওয়ার্ড থেকে দৃষ্টিনর্দন একটি বর্নাঢ্য মিছিল শামীম ভাইয়ের শান্তি মিছিলে যুক্ত হবে। আমরা সোনামিয়া বাজার কিং প্লেসের সামনে জমায়েত দিয়েছি। বেলা ২টায় আমরা দুই নাম্বার ঢাকেশ্বরীর দিকে রওয়ানা হবো, ইনশাআল্লাহ।