
কক্সবাজার থেকে বাসযোগে ঢাকায় নিয়ে আসার সময় মোঃ তানজিল হৃদয় (২২) নামের এক বাস যাত্রীর কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকা-চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস্ (ঢাকা মেট্রো- ব-১৫-২৭৯১) নামের যাত্রী বাহী বাসে অভিযান চালিয়ে বাসাযাত্রী তানজিল হৃদয় কে আটক করে। এ সময় তার নিকট থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তানজিল হৃদয় ঢাকার আদাবর থানার শ্যামলী ওভার ব্রিজের সামনের রফিকুল ইসলামের কোকাকোলা গ্যারেজের মোঃ ফরিদের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফজলুল হক খান, উপপরিদর্শক ইকাবাল আহমেদ দিপু, সহাকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় পোল্ডার রোডস্থ জোনাকি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চিটাগাং রোডে কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস্ নামের যাত্রীবাহী
বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী
তানজিল হৃদয় কে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।