নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

বন্দরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪০, ৯ জানুয়ারি ২০২৪

বন্দরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক আহত

বন্দরে একটি নির্মানাধীন বহুতল ভবনে বালু তোলার সময় পা ফসকে নিচে পড়ে গিয়ে ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার (৫০) নামে এক শ্রমিক গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 


মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বগাপট্রিস্থ প্রবাসী সাইদুল হকের ৪ তলা ভবনে এ ঘটনাটি ঘটে। আহত শ্রমিক ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে। 


স্থানীয়রা আহত বালু শ্রমিককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বালু শ্রমিক ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার মঙ্গলবার দুপুর ১টায় দক্ষিণ ঘারমোড়া বগাপট্রিস্থ প্রবাসী সাইদুল হকের ৪ তলা ভবনে বালু উঠানোর সময় সিড়িঁ রলিং না থাকার কারনে  হঠাৎ পা ফসকে ৪ তলা ভবন থেকে নিচে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।

আহতের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে আহত শ্রমিকের স্বজনরা। এ ঘটনায় বাড়িওয়ালা কিংবা তার স্বজনদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
 

সম্পর্কিত বিষয়: