নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

আড়াইহাজারে ডাকাত আতংক, মসজিদের মাইকে প্রতিরোধের আহ্বান 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ১০ জানুয়ারি ২০২৪

আড়াইহাজারে ডাকাত আতংক, মসজিদের মাইকে প্রতিরোধের আহ্বান 

রাত ১২টা ২২ মিনিট হঠাৎ মসজিদের মাইকে ঘোষনা এলাকায় ডাকাত এসেছ আপনারা সজাগ থাকুন। উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া ভুইয়া বাড়ি মসজিদের মাইকে এমন ঘোষনা শুনে নির্ঘুম রাত কেটেছে ওই এলাকার মানুষের। 

১৫ মিনিট পর পাশের লালুরকান্দি গ্রামের মসজিদের মাইকে ঘোষনা শুনা যায় গ্রামে  ডাকাত এসেছে প্রতিহত করতে এগিয়ে আসুন। এর কিছু পরে পার্শ্ববর্তী দাসিরদিয়া গ্রামে মসজিদের মাইকে একই ঘোষণা শুনা যায় গতরাতে এভাবে একের পর এক মাইকে ডাকাত প্রতিরোধের ঘোষণা আসে।

শীত এলেই ডাকাতের প্রকোপ বেড়ে যায় আড়াইহাজারে বিশেষ করে উপজেলার দক্ষিন পুর্বাঞ্চলের উচিৎপুরা ও খাগকন্দা ইউনিয়নে। প্রায় প্রতিরাতেই ডাকাত হানা দেয়, তাছাড়া সন্ধার পর রাস্তাঘাটে চলাচলরত চাকুরীজিবী ব্যাবসায়ীরা চলাচল করতে গিয়ে সর্বস্বলুটে নেয়ার ঘটনাও ঘটছে অহরহ। 

ডাকাতের কবল থেকে বাদ যাচ্ছে না রুগীও। গেল কয়েক দিনে রাতের ঘুম হারাম করে পাহাড়া বসিয়ে ডাকাত প্রতিরোধ করার চেষ্ঠা করছে এলাকাবসী । গত সপ্তাহে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, প্রবাসী সহ সাধারণ মানুষের ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালংকার মোবাইল ফোন নিয়েই ক্ষ্যান্ত হচ্ছে না তারা দেশীয় অস্রের আঘাতে পরিবারের লোকজনকে আহত করে। 

গত শুক্রবার  দিবাগত রাতে খাগকন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের  ৫ বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করে ডাকাতদল। এসব ঘটনায় পুলিশী হয়রানীর ভয়ে কেউ মামলা করেনী। রাতে ডাকাতের ভয়ে  ঘুমাতে  পারছেনা মানুষ। 

প্রায় প্রতিদিন মানুষের হল্লা, মাইকে ঘোষনা দিয়ে ডাকাত প্রতিরোধের চেষ্টা করছে এলাকাবসী। 
রাতে পুলিশী টহল থাকলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকার বাসিন্দারা।