নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৮, ১৪ জানুয়ারি ২০২৪

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

বন্দরে ৪ হাজার পিছ ইয়াবা ও ২ কেঁজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয় ও ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুদূর চট্রগ্রাম জেলার কর্নফুলী থানার মইজ্যারটেক এলাকার মৃত কোরবান আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রফিক (২৪) ও বন্দর থানার রামনগর এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমান (৪৯)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়াবা ব্যবসায়ী রফিককে গত শনিবার ( ১৩ জানুয়ারী)  দুপুরে ও অপর গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমানকে রোববার  (১৪ জানুয়ারী)  দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বন্দর থানার রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশে সৌদিয়া পরিবহন  ও একই দিনে সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দর থানার রামনগরস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দরে পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।  যার মামলা নং- ৬(১)২৪ ও ৭(১)২৪।

থানার তথ্য সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয়ের উপ- পরিদর্শক আব্দুল আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়।  

অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর  সৌদিয়া পরিবহনের চট্টমেট্রো ব ১১-১০৮৪ নাম্বারে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪টি জিপারের মধ্যে রক্ষিত ৪ হাজার পিছ ইয়াবাসহ রফিক (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এছাড়াও ধামগড় ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স একই দিনে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার রামনগরস্থ মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ আব্দুর রহমান (৪৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।