নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ট্যাংকলরী মালিক সমিতির নেতাকে হুমকি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩১, ৩১ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ট্যাংকলরী মালিক সমিতির নেতাকে হুমকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (৩১ মাচ) সকালে গোদনাইল বার্মাশীলে তার বাসার সামনে হুমকি দিয়ে কে বা কারা কাফনের কাপড়, সাবান, আতর, আগরবাতি, ব্লেড, গোলাপজল সহ মৃত্যু পরবর্তী জিনিসপত্র রেখে গেছে। বাসার সামনে রেখে যাওয়া কাফনের প্যাকেটে লেখা রয়েছে, ‘অকিল তুই দুনিয়া থেকে বাহির হ, এই লও, প্রস্তুত থাক’।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-১৭৯৭। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক এ বিষয়ে বলেন,  বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে  জেনে দেখছি। 

সরেজমিনে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় অবস্থিত পদ্মা অয়েল কোম্পানির ডিপো। এ ডিপো থেকে ৯ হাজার লিটার ধারণক্ষমতার ১২৭টি ট্যাংকলরী ঢাকা বিমান বন্দর টার্মিনালে জেট এ-১ জ্বালানি তেল সরবরাহ করে। প্রভাবশালী কয়েকজন ব্যক্তি কোম্পানিকে ৫ লাখ টাকা জামানত দিয়ে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংকলরী চালুর পাঁয়তারা করছে। এটি চালু হলে সাধারণ ট্যাংকলরী পরিবহন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে গত শনিবার ঢাকা বিভাগীয় মালিক সমিতির এক সভায় জানানো হয়। পাশাপাশি জ্বালানি তেল পরিবহনে বিশৃঙ্খলার আশঙ্কা করে ওই সভায় ক্ষোভ প্রকাশ করেন সভার সভাপতি  অকিল উদ্দিন ভূঁইয়া।

এদিকে নিরীহ ট্যাংকলরী মালিকদের ন্যায়ের পক্ষে কথা বলায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্দ। মালিক সমিতির কার্যালয়ে দুপুরে তারা এ ঘটনার  নিন্দা জানিয়ে বলেন, 'সাধারণ ট্যাংকলরী পরিবহন ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেওয়ার কারণে যে কেউ এটি করতে পারে। তবে এ বিষয়টিতে আমরা ব্যবসায়ীরা উদ্বিগ্ন। পুলিশ যেনো গুরুত্বের সহিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় এটাই আমাদের দাবি থাকবে।'

এসময় পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ওনার্স ইউনিটের সহ-সভাপতি ডা. আহমদ হোসেন, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মো: মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক মো: ইয়ার হোসেন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের মালিক সমিতির কোষাধ্যক্ষ মো: সাইফুদ্দিন,  ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সভাপতি রাকিব ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এ ঘটনার তীব্র নিন্দা জানান।