বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বজ্র কন্ঠে আওয়াজ তুলে স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকা মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় শহরের ২নং রেল গেইট এলাকায় বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহানগর আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে যোগ দান করে।
দুপুরে আদমজী থেকে বাসযোগে নাগিনা জোহা সড়ক হয়ে নেতাকর্মীরা চাদমারিতে আসে। পরে পায়ে প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেটে বঙ্গবন্ধু সড়ক পদক্ষিন করে ২নং রেলগেইট এলাকায় সমাবেশে অংশ নেয়। এসময় নেতাকর্মীদের মাথায় সবুজ রংয়ের ক্যাপ শোভা পাচ্ছিল। তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে নগরীর রাজপথ। মিছিলের অগ্রভাগে ছিলেন মতিউর রহমান মতি। বিশাল মিছিলটি দৃষ্টি কাড়ে নগরীবাসীর। শামীম ওসমানের সমাবেশে যোগ দেয়া অন্যতম মিছিলগুলোর মধ্যে মতির মিছিলটি ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত: শামীম ওসমানেনর সমাবেশ সফল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটাতে গত কয়েকদিন দিনরাত পরিশ্রম করেছেন মতিউর রহমান মতি। নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করেছেন।