
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ নারীসহ ৫ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের রোববার (১১ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শনিবার (১০ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার কালাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উজ্জ্বল (৩০) মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রানা ওরফে মধু(৪০) চর ইসলামপুর এলাকার আলমাছ মেম্বারের মেয়ে প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দিনা বেগম (৪০) বারপাড়া এলাকার নুরু ইসলাম মিয়ার ছেলে নয়ন (২৫) ও স্বল্পেরচক এলাকার শাকিল মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিংকী (২৮)।