নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ মে ২০২৫

সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৭, ১৮ মে ২০২৫

সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার সকালে মসজিদের অভ্যন্তরে থাকা আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। পর পর দুই দফা চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম জানান, তিনি সকালে মক্তবের শিশুদের পড়ানোর পর মসজিদ বন্ধ করে দেন। ঘন্টা খানেক পর এসে তিনি দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা। ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই।

মসজিদের কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় এক দল চোর দানা দেয়। তখন মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো ওই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে।
তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।