নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ মে ২০২৫

বন্দরে ওয়ারেন্টভূক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৫  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৮, ১৮ মে ২০২৫

বন্দরে ওয়ারেন্টভূক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৫  

বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৫ জনে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৮ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (১৭ মে) বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার দক্ষিন  ঘারমোড়া এলাকার সফর উদ্দিন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান (৩৫) একই উপজেলার  পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার আব্দুল মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইউনুছ (৩৫) একই উপজেলার কামতাল মালিভিটা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু সিদ্দিক (২৮) ও চিড়াইপাড়া এলাকার মৃত সাহাজউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রণী (২৪)।

 এ ছাড়াও বন্দর থানার দায়েরকৃত  নবীগঞ্জ অলেম্পিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়।  
 

সম্পর্কিত বিষয়: