নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব না’গঞ্জ এর কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব না’গঞ্জ এর কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি রবিবার ঘোষণা করা হয়েছে।  

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম পান্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আনিসুর রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বশীল পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি তানভীর হাসান সিফাত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ।

এছাড়া ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক হিসেবে তারিন ইসলাম রেশমী, প্রচার সম্পাদক রবিউল ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং গণশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার সামান্তা মনোনীত হয়েছেন।

নবগঠিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের শিক্ষাগত, সামাজিক ও ক্যারিয়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

নতুন কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও উপদেষ্টামণ্ডলী। একই সঙ্গে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
 

সম্পর্কিত বিষয়: