নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শুরু হয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। কর্মসূচিতে সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়ের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এসময় জেলা সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে একটি মেধাশূন্য রাষ্ট্র তৈরি করা যায়।

আজও নানা রূপে সেই বুদ্ধিবিরোধী রাজনীতি ও অপসংস্কৃতি আমাদের সমাজে সক্রিয়। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।”

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সিয়াম সরকার, তোলারাম কলেজ শাখার নেত্রী রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সম্পাদক তাহমিদ আনোয়ার, মো. সোহাগসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: