মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শেখ রাসেল পার্কে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা সদর ও বন্দরে বসবাস করি তারা কেমন শহর চাই। খুব বেশী না যদি ৩০/৪০ বছর আগে ফিরে যাই তাহলে দেখবো সবুজে ঘেরা ছিলো এই শহর।
কিন্তু দেখতে দেখতে চোঁখের সামনে ইট-পাথরের নগরীতে পরিণত হয়েছে এই শহর ও বন্দরের কিছু অংশ। এছাড়াও শীতলক্ষ্যা নদী মৃত নদীতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জলবায়ু নিয়ে কথা বলি, একটা জিনিস খেয়াল করে দেখুন এখন ডিসেম্বর প্রচন্ড শীত থাকার কথা অথচ আমরা টি-শার্ট গাঁয়ে দিয়ে ঘুরছি।
আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলে এটা একটা অশনিসংকেত। এর থেকে বাঁচতে হলে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে।
যদি আগামী প্রজন্মের জন্য এই পৃথিবী বাসযোগ্য করে রেখে যেতে চাই তাহলে সবুজায়নের কোন বিকল্প নেই।
দিনে দিনে আমরা মেশিনের মত হয়ে যাচ্ছি, তাই শুধু বাস্তবটা নয় ভবিষ্যতকেও দেখা উচিত।
বক্তব্য শেষে উপস্থিত অনেকেই ৫ টাকার বৃক্ষ মেলা থেকে বৃক্ষ ক্রয় করেন।


































