নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির নেতারা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৫

অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত কয়েকদিন ধরে অসুস্থ। 

গত সোমবার (৮ই ডিসেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দীর্ঘ ৪ দিন রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্টে রয়েছেন । মেহরাব হোসেন প্রভাত তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন। 

এদিকে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে  মেহরাব হোসেন প্রভাতকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিন। সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়নগঞ্জ জেলার এনসিপির সিনিয়র সদস্য সোহেল খান সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় এডভোকেট আব্দুল্লাহ আল আমিন মেহরাব হোসেন প্রভাতে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
 

সম্পর্কিত বিষয়: