নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা এবং উপজেলার পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী—নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

‎তারা আরও বলেন, আসন্ন নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই বিএনপির বিজয় নিশ্চিত হবে। এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে—ইনশাল্লাহ।

‎সভাশেষে মহানগর যুবদলের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গণসংযোগ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

সম্পর্কিত বিষয়: