নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন ( সিবিএ ) নারায়ণগঞ্জ এরিয়ার কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের কার্যালয়ে গিয়ে মনিরুল ইসলাম সজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ এরিয়া কমিটির কার্যকরী সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক একেএম লুৎফর রহমান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা নাছের হক ইমন প্রমুখ।
এর আগে গত ৯ ডিসেম্বর জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ এরিয়ার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই কমিটিতে ফজলুল হক সভাপতি এবং কামাল হোসেনকে কার্যকরী সভাপতি ও একেএম লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।


































