বন্দরে মাদক মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো, বন্দর লাঙ্গলবন্ধ যুগিপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১০(১১)২১ নং মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়া (৫২) একই থানার মদনগঞ্জ বটতলা এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামি রানা ওরফে মাসুদ রানা (৪২) ও তার স্ত্রী লায়লা বেগম (৩৭)।
সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার জলিল উল্ল্যাহ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সরফত উল্ল্যাহ (৪২) একই থানার কুড়িপাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামি শাহীন (৩৫) ও দড়ি সোনাকান্দা এলাকার মহন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আল আমিন (২১)।
ধৃতদের রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৩ ডিসেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


































